বেত বেতসের বাংলা
‘এক ঝুর টান দিলে বেক ঝুর লড়ে’
বেত ফলের মত তোমার বিশীর্ণ চোখে
আমাদের ঐক্যের ইশারা।
বেতসের ঝোপে অবিরাম ডাকে জননী ডাহুক
কণ্ঠ ছেঁড়া রক্তের আঁচে ডিম তার ফোটে
তেমনি তো বাংলা মা’র অন্তরেও রক্তের ক্ষরণ
আমার মা-ই ছিল বিচলিত এক ডাউক পক্ষি।
‘এক ঝুর টান দিলে বেক ঝুর লড়ে’
বাঙালের সম্মিলিত নড়ে ওঠা আত্মা
বৈশাখের রঙে ও রসে হয় আত্মহারা।
যেই মেলা একবার বসেছিল গোলক সা’র বাড়ি,
প্রতি বছর আসর জমাতে পাঠাতে হয় না বার্তা
না লাগে বিজ্ঞাপন, না লাগে ফেসবুক স্ট্যাটাস,
আমাদের এক অন্তর্গত অ্যালার্ম ঘড়ি
ফি বছর প্রত্যুষে একবার করে বাজে।
আমাদের বাংলা মেলার ও খেলার
এই বাংলা গাব ও বেতসের, আম্র ও পনসের
ডেউয়ার এই বাংলা জাম লিচু বইচির।
প্রতি সাল পহেলা বৈশাখে
ধরিত্রী মাতা যে বাঁশি ফুঁকেন
তারই জেরে আমরা তিতা খাই, মিঠা খাই
মাঙ্গলিক শোভাযাত্রাকে অপ্রতিরোধ্য করি
কারো বাপের সাধ্য হয় না আগুইচ্ছে দাঁড়ায়।